সেলফির অছিলায় খুন! কবাডি টুর্নামেন্টে গুলি করে হত্যা খেলোয়াড়কে
সোমবার পঞ্জাবের মোহালিতে চলছিল একটি কবাডি টুর্নামেন্ট। সেই সময় হঠাৎই মোটরসাইকেলে করে সেখানে আসে দুষ্কৃতীরা। সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসে কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রানা।প্রত্যক্ষদর্শীদের দাবি, রানার মুখ এবং শরীরের উপরের অংশে চার থেকে পাঁচটি গুলি লাগে। তাঁকে দ্রুত উদ্ধার করে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। হাসপাতালেই মৃত্যু হয় ওই কবাডি খেলোয়াড়ের।এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কুখ্যাত বামবিহা গ্যাং। তাদের তরফে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়েছে, রানা নাকি তাদের বিরোধী জগ্গু ভগবানপুরিয়া ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে কাজ করছিলেন। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেছে ওই গ্যাং।মোহালি পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে দুই থেকে তিন জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসেছিল। কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই কবাডি টুর্নামেন্টে গান গাইতে আসার কথা ছিল এক জনপ্রিয় পাঞ্জাবি গায়কের। দুষ্কৃতীরা তাঁকে খুন করার উদ্দেশ্যেই এসেছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। সব সম্ভাবনাই মাথায় রেখে তদন্ত চলছে।

